আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করতে দিবে না আওয়ামীলীগ। আন্দোলনের নামে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটালে রাজপথে তা মোকাবেলা করবে আ.লীগের নেতাকর্মীরা। এসব সন্ত্রাসী কর্মকান্ডের কঠোর জবাব দিবে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷ শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
এসময় বক্তারা বলেন, বারবার গনতন্ত্র ফেরানোর আন্দোলনের নামে সরকার পতনের অবৈধ পন্থা অবলম্বন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি-জামায়াত। গতদিনের মতো আগামীতে এই কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেখানেই বিএনপি-জামায়াত কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে।
আওয়ামীলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের উন্নয়ন। কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ড রোধ করতে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে। তাদের এই আগুন সন্ত্রাসের মূল লক্ষ্যই হলো দেশের উন্নয়ন থমকে দেয়া। কিন্তু এই অপকৌশল কোনভাবেই সফল হতে দেয়া হবে না। কারণ আমরা জনগণের প্রতি আস্থা রেখে দেশের কল্যানে কাজে বিশ্বাসী। জনগনের ভোটে নির্বাচিত সরকারকে পতনের দিবাস্বপ্ন কোনদিন সফল হতে দেয়া হবে না বলো হুশিয়ারী দেন বক্তারা।
জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান ৷ সমাবেশের প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আ.লীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।