Top

সরকারি গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে: খাদ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
সরকারি গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারী গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যেখানে ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের অধিক মজুত আছে।

রোববার (২৬ ফেব্রুয়ারী) সকালে নওগাঁ শহরে আটাপট্টি ও রুবির মোড়ে চলমান ওএমএস ডিলারদের বিক্রিয় কেন্দ্রে পরিদর্শনে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, নিন্ম আয়ের জনগণ যাতে কষ্ট না পায় তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে এবং আমরা ওএমএস দিয়ে যাবো।

আগামী পহেলা মার্চ থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে পঞ্চাশ লাখ লোক ১৫ টাকা হিসেবে ৩০ কেজি করে চাল পাবেন।
এছাড়াও সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতোদিন মানুষের চাহিদা থাকবে ততোদিন ওমমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচীও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না।

ব্যবসায়ীদের হুশায়ারি দিয়ে মন্ত্রী বলেন, অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্যে মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা না করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ব্যবসায়ী, ওএমএস ডিলার, খাদ্যবান্ধবের ডিলারদের প্রতি নজরদারী বাড়ানো হয়েছে।

ওএমএস নিতে আসা নারী পুরুষরা জানান, চাহিদার তুলনায় বরাদ্দের পরিমান কম। বরাদ্দের পরিমান বাড়ালে তাদের সুবিধা হতো বলে জানালে, মন্ত্রী তাদের অসুবিধা বিবেচনার আশ্বাস দেন।

এসময় নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা খাদ্য মনিটরিং কমিটি সভাপতি খালিদ মেহেদী হাসান, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উত্তম কুমার রায়, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালযের খাদ্য পরিদর্শক মো. আতিকুর ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ওএমএস ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার