সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তাড়াশ উপজেলার ভোগলমান গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শাহজাহান আলী (৪২), গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর গ্রামের সুবেন্দ নাথ বড়াইকের ছেলে সাধন চন্দ্র বড়াইক (৪৮)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার হত্যায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেপ্তার কর হয়। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৮ফেব্রুয়ারি) রাতে ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী তাড়াশ উপজেলার ভোগলমান চারমাথা বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত প্রবেশ করে কাছ থেকে ৪ রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নিহত আব্দুল কুদ্দুস সরকার ৫ বছর দেশীগ্রাম ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ দীর্ঘ ৯ বছর দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ইউপি নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। এ হত্যাকাণ্ডের একদিন পর সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের বড় ছেলে এস,এম, রহুল আমিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।