Top

৯ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
৯ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামি ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার আইয়ূব আলী মণ্ডল হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে পুলিশ রাজবাড়ি জেলার বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামি ইসাহাক আলীকে গ্রেপ্তার করে। মামলার পর থেকে আসামি দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মণ্ডল ও আইয়ূব আলী মণ্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ এপ্রিল ২০১৪ সালে ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

শেয়ার