সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক তিন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের অতিরিক্ত ১ লাখ টাকা জরিমানা ও একজনকে খালাসের রায় দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় আসামিদের উপস্থিতিতে এই রায় দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন, জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের বিদ্যাধর রায়ের ছেলে বিনয় রায়। ২০১৪ সালে স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া তাহিরপুর উপজেলার আব্দুল আজীজের ছেলে আবিদ হোসেনের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও দোয়ারাবাজার উপজেলার কলমদরের ছেলে সামসুদ্দিন মিয়ার বিরুদ্ধে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের দুটি আলাদা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় প্রদান করেছেন। আমরা রায়ে খুশী।