পাবনা সদরে সমাজসেবা অফিসের অফিস সহকারি কর্তৃক নিজ নামিও দলিল এর দাগ বাদ দিয়ে অন্য দাগের সম্পত্তির জোর করে দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চর সাহাদিয়া মোড়স্থ্য নিজ জমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে মিরাজুল ইসলাম বলেন, আমি বিগত ২০ বছর পূর্বে দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অন্তর্গত চর সাহাদিয়া গ্রামে জমি ক্রয় করি।
কিন্তু সমাজসেবা অফিসের অফিস সহকারি মোঃ আব্দুল আলীম, পিতা আলাউদ্দিন,গ্রাম চরসাহাদিয়ার কুঠিপাড়া গত ১০ অক্টোবর ২০২১ ইং তারিখে আমার পার্শ্ববর্তী তিনটি দাগে যা উত্তর-পশ্চিম দিকে। সে তিন টি দাগ হতে ক্রয় করে ভোগ দখল করে যা দলিলে উল্লেখ আছে। কিন্ত বর্তমানে সে প্রভাবশালী হওয়ায় নানা রকম ভাবে ভয় ভীতি প্রদর্শন করিয়ে আমার রাস্তা পজিশন সংলগ্ন জমি জোর করে দখল করার চেষ্টা করছে।
উক্ত আব্দুল আলিম বর্তমানে সে একটি দাগ হতে সমস্ত জমি দাবি করেন এবং ক্ষমতার বলে সে রাতের আঁধারে উক্ত জমিতে বালু ফেলে রাখেন। সে নানা রকম ভাবে আমাদের নিজ নামের সম্পত্তি যা রাস্তা পজিশন সংলগ্ন জমি জোর- দখলের পাঁয়তারা করছে যা আইন বিরোধী।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করে সঠিক বিচার দাবি করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে উত্তর সংবাদ সম্মেলনে মিজারুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।