Top

সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখে এমপিকে আ.লীগের গণসংবর্ধনা

০১ মার্চ, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখে এমপিকে আ.লীগের গণসংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি ফুটবল মাঠে এই গণসংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধণা অনুষ্ঠানে স্কুল-মাদরাসা ছুটির পরেও সন্ধ্যা পর্যন্ত অন্তত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আটকে রাখা হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলের সংবর্ধণা অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম (পোশাক) পরে উপস্থিত ছিল। এতে অন্তত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিল। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিল সেগুলো হলো- বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিয়াবাড়ী আলিম মাদরাসা, বৈরতলা দাখিল মাদ্রাসা, ষড়গ্ৰাম বালিকা উচ্চ বিদ্যালয়, নরোশিয়া লালগড় দাখিল মাদ্রাসা।

অভিযোগ উঠেছে, ইউনিয়ন আ.লীগ ও ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল এসব প্রতিষ্ঠানের প্রধানদের ছাত্র-ছাত্রীদের নিয়ে আসতে নিদের্শ দেয়ায় ৬ প্রতিষ্ঠানের প্রধানসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এতে স্কুল-মাদরাসা ছুটির পরেও শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে অনুষ্ঠানে নিয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানায়, আমাদের স্কুল অন্যান্য দিনে বিকেল ৪টায়। কিন্তু আজকে বিকেল ৩ টার দিকেই ছুটি হয়ে গেছে। পরে গণসংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে এসেছেন আমাদের শিক্ষকরা। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। শেষ করে বাসায় গেছি।

অভিভাবক আজিম উদ্দিন, তারেক রহমানসহ একাধিক অভিভাবকরা অভিযোগ করেন, ছেলে-মেয়েরা সকাল ১০টায় বিদ্যালয়ে যাবার পর অনুষ্ঠানের অজুহাতে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয়। এসময় তারা সারাদিন একই পোশাকে ছিল। এমনকি বিকেলে অনেকের প্রাইভেট পড়া হয়নি এভাবে আটকে রাখার কারনে। চলে যেতে চাইলে শিক্ষকরা ধমক দেয় বলে জানিয়েছে তারা।

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান মুঠোফোনে বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনিয়ন আওয়ামীলীগ। তবে আমাদের পক্ষ থেকেও এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। সাংসদ আমাদের এলাকায় আসবেন জেনে বিদ্যালয় ছুটির পর নিজ উদ্যোগে শিক্ষার্থীরা সেখানে গেছে। আমরা তাদের বাধ্য করিনি। পোষাকে কেন তারা জনসভায় ছিল এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

অপরদিকে, বৈরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম জানান জানান, আমাদর মাদ্রাসার সামনের একটি রাস্তা উদ্ধোধনের ও সবংর্ধনার জন্য তাদেরকে ছাত্র-ছাত্রীসহ চেয়ারম্যান আমন্ত্রন জানানোয় আমরা ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে সেখানে গেছেন। সংবর্ধণা অনুষ্ঠানের আগে আমাদের মাদরাসার সামনের রাস্তাটি উদ্বোধন করেছেন এমপি।

বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনিয়ন আওয়ামীলীগ। কিন্তু এই গণসংবর্ধনার খবর পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত হয় এবং এমপিকে শুভেচ্ছা জানান ও তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। এসময় অনুষ্ঠানে কাউকে জোরপূর্বক আসতে বাধ্য করা হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম দাবী করেন, এ ধরনের সবংর্ধণার বিষয়টি আমার জানা নাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সংবর্ধনা স্থানে যেতে বাধ্য করার নিয়ম আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি মোবাইল ফোনে এ নিয়ে আর কথা বলতে পারবেননা বলে সংযোগ কেটে দেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, আমিও দেখেছি অনুষ্ঠানে আনুমানিক দুইশ মতো বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থী উপস্থিত ছিল। কিন্তু তাদেরকে বাধ্য করার বিষয়টি আমার জানা নেই। এমনকি কোন শিক্ষার্থী বা অভিভাবক আমাকে অভিযোগও করেনি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের গণসংবর্ধনাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আমার কাছে তাদের বিভিন্ন দাবি জানিয়েছেন।

সংবর্ধণা অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটুর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবীব, সামিউল ইসলাম শ্যামল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনসহ অন্যান্যরা।

শেয়ার