Top

বিএনপির সাথে আ.লীগের তুলনা হয় না: হারুন

০১ মার্চ, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
বিএনপির সাথে আ.লীগের তুলনা হয় না: হারুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: :

বিএনপির যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাঝেমধ্যে সত্য কথা বলেন। কয়েকদিন আগে তিনি বলেছেন, বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা হয় না। কথাটি শতভাগ সঠিক বলেছেন। বিএনপির সাথে কখনোই আওয়ামী লীগের তুলনা হয় না। কারন, শেখ মুজিবুর রহমান নিজেই বলে গেছেন, আওয়ামী লীগ চোরের দল। আজকে দেশের আকাশ বাতাস গাছপালা মাটি সবাই একসাথে বলছে, শেখ হাসিনা ভোট চোর। সে কারণেই কখনোই বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা হবে না।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের দেবিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সাবেক এমপি হারুনুর রশীদ আরও বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। এমনকি দীর্ঘদিন ধরে আমরা এখনও শত বাধা বিপত্তি স্বত্বেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

বিএনপির যুগ্ন মহাসচিব হারুন বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশকে লন্ডভন্ড করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রথম আ.লীগ ক্ষমতায় গেছে। ক্ষমতায় এসেই সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে বাকশাল কায়েম করেছে। রক্ষী বাহিনী তৈরি করে বিরোধীদলীয় সকল নেতাকর্মীদলের গুম হত্যা নির্যাতন নিপীড়ন করেছে। সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়। এসময় তারা একদলীয় শাসন কায়েম করেছিল। এরপর বহু আন্দোলন সংগ্রামের কথা বলে ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৮ সালে ক্ষমতায় এসেছে। এরপর ১৫ বছর ধরে আমাদের উপর চেপে বসে আছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ভোটের মাধ্যমে ক্ষমতাই নেই। ২০১৪ সালে দেশে কোন ভোট হয়নি। ১৫৪ টি আসনে ভোট ছাড়া এমপি নির্বাচিত হয়েছে। অথচ শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন। ভোটের আগে তিনি দশ টাকা কেজি চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচনের পরে তা দিতে এখন পুরোপুরি ব্যর্থ। এখন চালের কেজি ৫০ টাকার উপরে। বিএনপি’র সময় যে সার ৩০০ টাকা বস্তা ছিল, এখন তা ১২০০ টাকা।

হারুনুর রশীদ বলেন, ২০০৮ সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের সহযোগিতায় ও ভারতের প্রত্যক্ষ মদদে ক্ষমতায় আসে আওয়ামীলীগ। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হামলা শুরু করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নামে যে ১৫টি মামলা ছিল, তা সব খালাস করে দেয়া হয়েছে। অপরদিকে, বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সংসদ থেকে পদত্যাগ করেন। জ্বালাও পোড়াও করাসহ ১৭২ দিন হরতাল দিয়ে দেশকে অচল করে দেয়। পরে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে যুক্ত করেন। আওয়ামী লীগের মতো একটি প্রধান বিরোধী দলকে বাইরে রেখে ভোট না করার জন্যই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। অথচ এখন তারা তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু আছে, তা মানতেই চায় না।

সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. তবিউল ইসলাম তারিফ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার