Top

কালীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

০২ মার্চ, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
কালীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধিঃ :

ঝিনাইদহ কালীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য “ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই স্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে ৫ম জাতীয় ভোটার দিবসে আলোচনা সভা এবং শহরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার এমপি মহাদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুর রহিম মোল্লা, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন সহ সাংবাদিক এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইসরাত জাহান।

শেয়ার