কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, বরেন্দ্র অঞ্চল এক সময় খাঁ খাঁ করতো, তেমন কোন ফসল ফলতো না। কিন্তু এখন কৃষির বৈচিত্র্যে বরেন্দ্র অঞ্চল ফল-ফসলে ভরপুর। সরেজমিনে এসে দেখলাম, বরেন্দ্র অঞ্চলে প্রচুর পরিমানে গম, সরিষা, বরই, পেয়ারা, ড্রাগন, মাল্টা চাষাবাদ হচ্ছে। এখন বরেন্দ্র অঞ্চলেও এক ইঞ্চি জমি ফাঁকা থাকছে না। প্রধানমন্ত্রীর এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখার আহ্বানে সাড়া দিয়ে কৃষকরা জমিতে কিছু না কিছু চাষাবাদ করার চেষ্টা করছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রপ জোনিং প্রকল্পের খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা মাঠ পর্যায়ে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। গোমস্তাপুর উপজেলার শেরপুর পার্বতীপুরে বারি গম -৩৩ এর প্রদর্শনী ট্রায়াল অনুষ্ঠানে তিনি খামারি মোবাইল অ্যাপের প্রদর্শনীতে যোগ দেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এরপর তিনি কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় কৃষি সচিব আরও বলেন, গোমস্তাপুর উপজেলায় একটি ফসলের মাঠে খামারি অ্যাপ কিভাবে কাজ করে তা সরেজমিনে দেখলাম। এই অ্যাপের নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ফসল উৎপাদনে ক্রপ জেনিং ও ম্যাপের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কয়েক বছর ধরে ফসলের ক্রপ জোনিং ম্যাপ তৈরি করেছে। অ্যাপে কৃষকরা সার্বিক সুবিধা পাবে।
প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেন, খামারি অ্যাপে গিয়ে আমরা জানালাম, আমরা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ফসলী জমিতে রয়েছি। এরপর অ্যাপে গিয়ে জিজ্ঞেস করলাম, এই জমিতে কি চাষাবাদ করা যাবে? স্যাটেলাইটের ছবি ও ম্যাপ দেখে অ্যাপে উত্তর আসল এখানে বারি-৩৩ গম, আনারসের ফলন ভালো হবে। বারি গম-৩৩ অপশনে ক্লিক করে জানতে চাইলাম, এখানে কি কি সার দেয়া যেতে পারে? সাথে সাথেই খামারী অ্যাপে উত্তর চলে আসল। একজন কৃষকের যত ধরনের কৃষি বিষয়ক প্রশ্ন রয়েছে, তার সব উত্তর দেবে খামারি অ্যাপ।
তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা যেই কাজগুলো করতেন, তাই করবে খামারি অ্যাপ। এতে কর্মকর্তাদের প্রতি কৃষকদের নির্ভরতা কমবে। সারা দেশে ঘুরে আমি দেখেছি, দেশের কৃষকদের মাঝে অনেকেরই স্মার্টফোন রয়েছে। সেক্ষেত্রে তারা যদি এই অ্যাপসের ব্যবহার শিখে যায়, তাহলে অন্য কারো সহযোগিতা ছাড়াই নিজেরাই ফসল চাষাবাদ বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে। এটি সরকারের অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ।
ওয়াহিদা আক্তার বলেন, বাংলাদেশের যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন শিল্প গড়ে তুলতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আমরা জানি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিমাণে আম উৎপাদন হয়। তাই এখানেও আম কেন্দ্রিক শিল্প গড়ে উঠতে পারে। এটার জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। দেশের যে এলাকায় যে ফসল বেশি উৎপাদন হবে, সেই অনুযায়ী শিল্প গড়ে তোলা হবে। আগামী বছরই চাঁপাইনবাবগঞ্জে আমের ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে এবং বিপুল পরিমাণে আম বিদেশে রপ্তানি হবে বলেও জানান তিনি।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিতে উৎপাদন বাড়বে। বাড়বে কৃষকের আয়ও। আর উৎপাদন বাড়লেই নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকের সর্বাধিক আয় নিশ্চিত করতে কৃষকসহ অন্যান্য উপকারভোগীর কাছে জমির উপযোগী ফসল, লাভজনক ফসল, উপজেলাভিত্তিক উপযোগী ফসল এলাকার পরিমাণ, ভূমির উর্বরতামান অনুযায়ী ফসলভিত্তিক সুষম সার মাটির গুণাগুণ ও ফসল বিন্যাসের সব তথ্য সহজেই পাওয়া যাবে খামারি মোবাইল অ্যাপটির মাধ্যমে।
তারা আরও বলেন, কৃষক নিজ জমিতে দাঁড়িয়ে তাত্ক্ষণিকভাবে সেই জমির জন্য উপযোগী ফসল, সার সুপারিশ, মুনাফা, মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন। সে অনুযায়ী উপযোগী ফসল আবাদ ও সুপারিশকৃত সার প্রয়োগের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষাসহ কৃষকের অধিক ফলন প্রাপ্তি ও আর্থিক মুনাফা অর্জন সম্ভব হবে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো.বখতিয়ার, ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড.আবদুস ছালাম, গোম্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বেগমসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে কৃষি সচিব সদর উপজেলার আমনুরাতে বিনা মসুর -৮ ও বারি সরিষা-১৮ মাঠ পরিদর্শন করেন।