Top

‘মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে’

০৩ মার্চ, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
‘মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে’
কুষ্টিয়া প্রতিনিধি :

স্বাধীনতার ঘোষণাপত্র এবং ‘৭২-এর সংবিধানের অন্যতম রচয়িতা বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা ছিল বাঙালিত্বের চেতনা এবং এই চেতনা দিয়েই আমরা মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধে জয়ী হয়েছি। মুক্তিযুদ্ধে জয়ী হতে আমাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস এখনকার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশের স্বাধীনতার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেলা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যারা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এটি যথেষ্ট নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে বেশি বেশি করে অন্তর্ভুক্ত করার দাবীও জানান তিনি।

অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশিয়া গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি শিক্ষাবিদ মমতাজ লতিফ, সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়ার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান সুমন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা প্রমুখসহ ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার