Top

মাগুরায় ডিজিটাল নিরাাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার

০৪ মার্চ, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
মাগুরায় ডিজিটাল নিরাাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহাম্মদপুর থানা পুলিশ গতকাল তানভীর রহমান রাজু (৩৫) নামের এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়
গ্রেপ্তার করে আদালতে শোপার্দ করেছে।

মহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিদ কুমার রায় জাানান ধৃত যুবক মহাম্মদপুর উপজেলা গাঙ্গালিয়া গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে।মহাম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন মহাম্মদপুর থানায় ধৃত তানভীর রহমান রাজুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, ধৃত রাজু বিভিন্ন সময়ে ফেসবুকে বেবী নাজনীনের বিরুদ্ধে মান হানিকর ও অসত্য তথ্য উপাত্য উপস্থাপন করেছেন।

গতকাল এ বিষয়ে মহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলার বাদী স্থানীয় সাংবাদিকদের জানান আসামী রাজু তার নিজের নামের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘ দিন ধরে বাদীর বিরুদ্ধে মানহানিকর লেখা উপস্থাপন করে আসছিলো।

তাকে নিবৃত করতে সামাজিক ও পারিবারিকভাবে অবশেষে তিনি মামলা করতে বাধ্য হন । ধৃত রাজু কে আদালতে শোাপদ্য করা হলে বিঙ্গ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

শেয়ার