Top

মাগুরায় মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্ভোধন

০৪ মার্চ, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
মাগুরায় মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্ভোধন
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শালিখা উপজেলার আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ঠ ১ তলা একাডেমিক ভবনের নির্মান কাজ শেষ হওয়ায় ভবনটি আজ বিকালে উদ্ধোধন করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

শিক্ষা প্রকৌশল বিভাগ নির্মিত এই ভবনটির নির্মান কাজে ব্যায় হয়েছে ৮৮ লক্ষ টাকা। আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানের পরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

ধনেশ্বগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভবন উদ্ভোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাএী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার