Top

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

০৫ মার্চ, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২৩৭ বারে ১ লাখ ৬৮ হাজার ৯০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৫১ বারে ২৫ লাখ ৬৫ হাজার ৮৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৪৯৭ বারে ২৪ লাখ ২৭ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮০, জেএমআই হসপিটালের ৯.৮০, সমতা লেদার কমপ্লেক্সের ৯.৭১, নাভানা ফার্মার ৯.৬৩, ন্যাশনাল ফিড মিলের ৯.৫২, ইয়াকিন পলিমারের ৯.১৪ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.০৯ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার