সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭ বারে ১৩ হাজার ৮৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কমেছে। ফান্ডটি ৭ বারে ৬ হাজার ৪৬৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফার্স্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪ বারে ১৪ হাজার ২৮৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু এগ্রোর ৪.২২ শতাংশ, এফএএস ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ৩.৫৭ শতাংশ, এনসিসিবিএল ফান্ড ওয়ানের ১.৪৩ শতাংশ, বাটা সু’য়ের ১.৩৫ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ০.৯০ শতাংশ, বার্জার পেইন্টসের ০.৫১ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ০.৫০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস