রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রিন্সিপ্যাল (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে যোগদান করেন মীর রেজাউল আলম, বিপিএম (বার) । সোমবার (৬ মার্চ) দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ পুলিশ একাডেমী রাজশাহীর সারদায় চেমনি হলে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ একাডেমী সারদার পুলিশ পরিদর্শক হোসনেআরা বেগম।
প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।
চাকরি জীবনে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন দক্ষ ও পেশাদার এই পুলিশ কর্মকর্তা। অপরাধ দমনে কাজ করতে গিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সভা-সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। দেশের সীমানা ছাপিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কসোভো ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনেন। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে একাধিকবার বাংলাদেশ পুলিশ পদক ও আইজিপি ব্যাজ পেয়েছেন।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও ট্রাফিক, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস, অপারেশনস্ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রিন্সিপ্যালের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী।
এদিকে গত রবিবার (৫ মার্চ) বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার সাবেক প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিককে (অ্যাডিশনাল আইজিপি), বিপিএম বিকাল ৩.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।