পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চক নারিচা বাগবাড়িয়া এলাকায় অবস্থিত ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কারখানার আড়ালে চলছে অবৈধ যৌন উত্তেজক সিরাপ। এই প্রতিষ্ঠানের উৎপাদন লাইসেন্স নাম্বার আয়ুর্বেদিক- ১৬৯। যার স্বত্বাধিকারী মোঃ রুবেল হোসেন৷ স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে এই আয়ুর্বেদিক কোম্পানীর ভেতরে আয়ুর্বেদিক ঔষধ তৈরীর পাশাপাশি অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ তৈরী করা হয়৷
স্থানীয়রা জানায়, এই কোম্পানীতে চারদিকে দেয়াল দিয়ে আটকানো এবং যেখানে মূল গেট দিনরাত সবসময় বন্ধ থাকে। কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের এলাকার একটি প্রতিষ্ঠান অথচ এখানে কি কি পণ্য তৈরি হয় কখন ডেলিভারি হয় আমরা কিছুই জানি না। তবে এলাকার অনেকে এক সময় চাকরী করতেন। তাদের দিয়ে তৈরী করে নেওয়া হতো যৌন উত্তেজক সিরাপ ৷ এসকল কারণে অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, এই ন্যাচারাল আয়ুর্বেদিক কোম্পানীতে অভিযান পরিচালনা করেও কোনো লাভ হয়নি। এটা কেউ বন্ধ করতে পারবে না। কারণ এরা উপর মহলের সকলকে ম্যানেজ করেই এসকল অবৈধ কার্যকলাপ করে থাকে ৷ সোহেল হোসেন নামের একজন জানায়, এখানে যে সকল যৌন উত্তেজক সিরাপ তৈরী করা হয় তার কোনো অনুমোদন নেয় ৷ আমি একদিন কোম্পানীর মধ্যে গিয়ে দেখি সেখানে প্রচুর পরিমাণে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ৷
এ বিষয়ে ন্যাচারাল আয়ুর্বেদিক কোম্পানীর মালিক রুবেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে কোন যৌন উত্তেজক সিরাপ তৈরী করা হয় না। যা যা তৈরী করা হয় তা নিয়ম মেনেই তৈরী করা হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা এই বিষয় অবগত করেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি। যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।