সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪৯ বারে ৮ লাখ ৮০ হাজার ৪২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮১ বারে ১ লাখ ৪৪ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৯ বারে ১ লাখ ১৪ হাজার ৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪.৬৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৩৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.২৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.২২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৪.৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস