Top

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

০৭ মার্চ, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ আজ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসুচির আয়োজন করে।

সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করে কর্মসুচির সুভ সুচনা করেন। মাগুরা জেলা প্রশাসন ও শিশু একাডেমী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করে।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষন ও তাতপর্য বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শেয়ার