Top

নারী ঘটিত বিষয়ে ভাইয়ের হাতে ভাই খুন

০৮ মার্চ, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
নারী ঘটিত বিষয়ে ভাইয়ের হাতে ভাই খুন
মাগুরা প্রতিনিধি :

নারী ঘটিত বিরোধের জের ধরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাঠপাড়া এলাকায় চাচাতো ভাই সোহেলের ধারালো অস্ত্রের আঘাতে আল-আমিন শেখ (২৬) নামের এক যুবক গতকাল (৬ মার্চ) মঙ্গলবার রাতে খুন হয়েছে। সে ওই গ্রামের শামসু শেখের ছেলে।

আহত অপর দুইজনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, নারী ঘটিত বিষয় নিয়ে মঙ্গলবার রাত আটটার দিকে বালিদিয়া গ্রামে আল-আমিন শেখ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই সোহেল।

হত্যার পর থেকে পুলিশের ব্যাপক তৎপরতায় মাত্র ৩ ঘন্টার মধ্যে হত্যাকারী সোহেল কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার