Top

মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

০৮ মার্চ, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
মাগুরা প্রতিনিধি :

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বাস্তবায়নে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রসাসক মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট. শাহিনা আক্তার ডেইলি ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্টানে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার