সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ উজ্জল হোসেন এ জরিমানা করেন। এরা হলো- উপজেলার কৈমাঝুরিয়া গ্রামের হিটলার(৩৫), মঈনুল হোসেন (৪০) ও দক্ষিণ ভরমোহনী গ্রামের সেলিম রেজা (৩২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হিটলার ও মঈনুল কৃষি জমিতে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ভেংড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা ও ভেকু মেশিনের চালক সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যাটারিসহ ভেকু মেশিনটি জব্দ করা হয়েছে।