Top
সর্বশেষ
বিক্রি হবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার দুর্বল ব্যাংকের গ্রাহকরা ধাপে ধাপে টাকা ফেরত পাবেন: গভর্নর ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ ১০ লাখের বেশি বিদেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি মহার্ঘ ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা আজ নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ’র বৈঠক তিন লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছেন উত্তর গাজায় আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামরুল গ্রেফতার

মাছ রান্নায় একঘেয়েমি? তৈরি করে দেখুন দুধ মাছ!

০৯ মার্চ, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
মাছ রান্নায় একঘেয়েমি? তৈরি করে দেখুন দুধ মাছ!
রান্নাবান্না ডেস্ক :

বাঙালির রোজকার মেনুতে কিছু থাকুক বা না থাকুক মাছের পদ থাকা চাই। তবে মাছ রান্না হলেও মাছের পদের বিশেষ রকম ফের দেখা যায় না। সেই ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝোল, ভাজা, ভুনা। এবার ট্রাই করে ফেলুন মাছের একেবারে নিত্যনতুন পদ দুধ মাছ।

যা যা লাগবে

৪-৫ পিস কাতলা মাছ

পরিমাণমতো দুধ

৪টা মাঝারি সাইজের পেঁয়াজ

৫০ গ্রাম কাজুবাদাম

আদা বাটা

রসুন বাটা

কাঁচা মরিচ

ধনেপাতা কুচি

একটা তেজপাতা

ছোটো এলাচ

শুকনো মরিচ

দারুচিনি

লবঙ্গ

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

স্বাদ মতো লবণ

পরিমাণমতো তেল

তৈরির পদ্ধতি

মাছের পিসগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।২টা পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন। আর দু’টা পেঁয়াজ কুচি করে নিন। কাজুবাদাম ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর বাদামের পেস্ট তৈরি করে নিন। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করুন। পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তুলে নিন। ওই তেলেই ভেজে নিন মাছগুলো। গরম তেলে একটা তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ এবং দারুচিনি ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে তাতে দিন পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা। নাড়তে থাকুন। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ চেরা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। মশলা কষাতে থাকুন। মশলা ভালো করে কষে এলে আগে থেকে ফোটানো দুধ তাতে ঢেলে দিন। স্বাদমতো লবণ দিন। তরকারি ফুটতে দিন। আঁচ কমিয়ে দেবেন। ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে দুধ মাছ। গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে!

শেয়ার