Top

পর্যটকদের নজর কেড়েছে ‘শ্বেতপাহাড়’

০৯ মার্চ, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
পর্যটকদের নজর কেড়েছে ‘শ্বেতপাহাড়’
ভ্রমণ ডেস্ক :

কক্সবাজারে পর্যটন শিল্পে সম্ভাবনাময় দর্শনীয় স্থান ‘শ্বেতপাহাড়’। চকরিয়ার মানিকপুর ইউনিয়নে মাতামুহুরী নদীর তীরঘেঁষে সাদা মাটির সু-উচ্চ এ পাহাড়টি এরইমধ্যে পর্যটকদের নজর কেড়েছে। শ্বেতপাহাড় পর্যটকদের হাতছানি দিচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

নাম তার শ্বেতপাহাড়। সাদা পাহাড়ের চূড়ায় সবুজ গাছগাছালি। পাশ ঘেঁষে মাতামুহুরী নদী আর আকাশ জুড়ে সাগর রঙের মেঘ।

কক্সবাজার শহর থেকে শ্বেতপাহাড়ের দূরত্ব সময়ের বিচারে গাড়ি-যাত্রায় ২ ঘণ্টা।জেলা প্রশাসক জানান নতুন এই পর্যটন স্পট হাতছানি দিচ্ছে পর্যটকদের।এদিকে, এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে ‘নিভৃত নিসর্গ পার্ক’ নামে নতুন একটি পর্যটনকেন্দ্র। নেয়া হয়েছে যাতায়াত সুবিধা বাড়ানোর উদ্যোগ। প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, এ অপরূপ সৌন্দর্যময় জায়গাটিকে পর্যটকদের আসার উপযোগী করা, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো। সুরাজপুর-মানিকপুর স্পটটিও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, আমরা চাই এই সুরাজপুর-মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে। এখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে।দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে শত পর্যটন স্পট। পরিবেশ-প্রতিবেশের দিকে খেয়াল রেখে এগুলোর বিকাশে উদ্যোগ নেয়া জরুরি।

শেয়ার