Top

গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে টালবাহানা, ফেরতের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

০৯ মার্চ, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে টালবাহানা, ফেরতের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত ও অবৈধ এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা থেকে প্রায় ৪০ কোটি টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ ও সমাজসেবা কাযালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কর্মসূচিতে ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।এসময় অনেকের হাতে মধুমতি এনজিও ও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।

এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানির শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী তরিকুল ইসলাম জানান, অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে, এখন সে টাকা পাচ্ছি না। দ্রুত টাকা ফেরতের দাবী জানাই।

অপর অংশগ্রহণকারী মমিন বলেন, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ভুক্তভোগী রুবেল হক মধুমতি সমাজ উন্নয়ন সংস্থাসহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই।

শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়। উল্লেখ্য, গতবছরের ১৭ নভেম্বর অবৈধ ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মাসুদ রানা অস্ত্রসহ গোমস্তাপুরে গ্রেফতারের পর গ্রাহকদের আমানতের প্রায় ৪০ কোটি টাকা উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়। এর কয়েকমাস পরে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এই এনজিওর সমবায় কার্যালয় থেকে পাওয়া নিবন্ধন বাতিল করা হয়।

শেয়ার