Top
সর্বশেষ

করোনা: ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা কুয়েতের

০২ আগস্ট, ২০২০ ১২:২০ অপরাহ্ণ
করোনা: ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা কুয়েতের

করোনাভাইরাস ঠেকাতে এই ভাইরাসের কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত।

শনিবার (১ আগস্ট) দেশটির সিভিল এভিয়েশনের ডাইরেক্টরেট জেনারেল এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

ফ্লাইট বাতিল হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে- ভারত, পাকিস্তান, মিশর, ফ্লিলিপাইন, লেবানন এবং শ্রীলঙ্কা। কুয়েতে এসব দেশের জনসংখ্যার একটা অংশ রয়েছে।

পাশাপাশি চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি এবং ইরাকের উপরেও এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শেয়ার