কেশবপুরে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, কেশবপুর থানার উপপরিদর্শক রহমত আলী, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রায়হান আহমেদ বাপী, প্রভাষক তোজাম্মেল হোসেন কাজল, সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল। অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস।