Top
সর্বশেষ

রংপুর বিভাগের বৈষম্য নিরসনের দাবিতে সংহতি সভা

১১ মার্চ, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
রংপুর বিভাগের বৈষম্য নিরসনের দাবিতে সংহতি সভা
রংপুর প্রতিনিধি :

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভাকক্ষে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই এবং রংপুর বিভাগের বৈষম্য নিরসনের দাবিতে সংহতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রংপুর কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাহার আলী, বাসদ নেতা আবদুল কুদ্দুস, গাইবান্ধা নদী আন্দোলনের কর্মী মুনশি সাজু, রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, কুড়িগ্রাম গণতন্ত্রী পার্টির নেতা আব্দুস সালাম, মোহাম্মদ আলী, নীলফামারীর তিস্তা পাড়ের নদীকর্মী গোলাম মোস্তফা, ওয়ার্কার্স পার্টির নেতা তপন কুমার, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এনামুল হক, চরলোহানির নদীকর্মী মোশাররফ হোসেন ,আদিতমারীর দীলিপ কুমার রায়, পীরগাছা নদীকর্মী বাবুল আক্তার, হাতিবান্ধা নদীকর্মী সাদিকুল ইসলাম, কুড়িগ্রামের আবদুল জলিল শেখ, গঙ্গাচড়ার নদীকর্মী মাহমুদুল আলম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক মাজেদ মাসুদ, জুয়েল আহমেদ, মাজহারুল আনোয়ার প্রমুখ।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারাদেশে এত মেগাপ্রকল্প হচ্ছে অথচ রংপুরে কোন মেগাপ্রকল্প নেই। আমরা তিস্তা রক্ষার জন্য সরকারের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে।

অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, রংপুরের বৈষম্য দূরীকরণের জন্য তিস্তা চুক্তি সই করা এবং বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনা দ্রæত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আগামী মে মাসে মহাসমাবেশের ডাক দেন। সফিয়ার রহমান বলেন,আমরা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাই। ভারতের নতুন সেচপ্রকল্প বন্ধ করতে হবে।

রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বলেন, জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে তিস্তা ভাঙনের ভয়াবহতা অবলোকন করেছি। এই ভাঙন রোধে কাজ করা জরুরি।

সংহতি সমাবেশ শেষে সিটি করপোরেশনের সামনে তিস্তা নদীর উজানে ভারতের সেচপ্রকল্প বৃদ্ধি করার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার