চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। শনিবার (১১ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এসময় তার বসতবাড়ি থেকে এসব হেরোইন উদ্বার করা হয়।
শনিবার (১১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। আটককৃত মাদক ব্যাবসায়ী শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের মানারুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৪৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আটককৃত আরিফ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ি থেকে এক কোটি ৩৭ লাখ টাকার হেরোইন উদ্বার করে র্যাব সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।