পাবনার সাথিঁয়ায় আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভবনা দেখছেন এ এলাকার কৃষকেরা। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মাঠে দেখা যায় গমের আবাদ। কৃষকেরা বলছে তুলনামূলক অন্য ফসল আবাদের চেয়ে গম আবাদে খরচ কম, সেচ, কীটনাশক সার, লেবার থেকে শুরু করে পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় খরচ কম হয় সেজন্য লাভজনক। এছাড়াও এবার গম চাষের অনুকূল আবহাওয়া থাকায় তেমন পোকামাকড় আক্রমণ করতে পারেনি সেজন্য বাড়তি কীটনাশক দেওয়ার প্রয়োজন হয়নি। অন্য বছরের তুলনায় এ বছরে গমের ফলন অনেক ভালো হবে বলছে স্থানীয় কৃষি অধিদপ্তর।
মৌসুমের শুরুতে সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের গম চাষে আরো বেশি আগ্রহি করতে কৃষি বিভাগের তত্বাবধানে কার্ডধারী কৃষকদের উন্নত জাতের বারী গমবীজ ও সার বিতরন করা হয়। এছাড়া উপযুক্ত পরামর্শ প্রদানের মাধ্যমে কিভাবে আরো গমের ফলন বাড়ানো যায় সে বিষয়ের উপর গুরুত্ব দেয় স্থানীয় কৃষি অফিস।
এবার বিঘা প্রতি ১৩-১৫ মন গম হবে বলে আশা করছে কৃষকেরা। সাথিঁয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন এর বরাট গ্রামের কৃষক শাহজাহান শেখ বলেন – গত কয়েক বছর পেঁয়াজের আবাদ করায় অনেক লোকসান গুনতে হয়েছে, তাই এ বছরে গমের আবাদ করেছি। আশা করছি এবার গমের বাম্পার ফলন হবে। পেঁয়াজ যে পরিমাণ খরচ হয় তার অর্ধেক খরচও গমে হয়না। স্বল্প খরচে গম আবাদের মাধ্যমে লাভবান হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরজমিনে গিয়ে দেখা যায় মাঠের যে দিকেই চোখ যায় সোনালি আধাপাকা শীষ বাতাসে দোল খাচ্ছে। কোন কোন জমিতে গম এখনও কাঁচা আছে তবে আগামী ১০-১২ দিনের মধ্যে গম পেকে যাবে বলে আশা প্রকাশ করেন চাষিরা।
একই গ্রামের কৃষক আরিফুল এবার তিন বিঘা জমিতে গমের আবাদ করেছেন। আরিফুল বলেন গত বছর এই জমিতে পেয়াজের আবাদ করেছিলাম যেখানে অনেক লোকসান গুনতে হয়েছে। তবে এবছরে গম আবাদ করেছি, আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলনের আশা করছি। এদিকে গমের বাজারমূল্য ভালো হওয়ায় অন্য কৃষকেরা গম চাষে আগ্রহী হচ্ছে।
সাথিঁয়া উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে এ বছরে গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ১৩-১৫ মন গম হবে বলে আশা করছে কৃষি অধিদপ্তর।
সাথিঁয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী বলেন, উপজেলার কমবেশি সব এলাকায় গমের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে সার উন্নতজাতের বারি গমবীজ বিতরন করা হয়। এছাড়া সার্বক্ষণিক পরামর্শ ও তদারকি করছে উপজেলা কৃষি অফিস। তিনি আশা প্রকাশ করেন অন্য বছরের চেয়ে এ বছর গমের বাম্পার ফলন হবে ও কৃষকেরা লাভবান হবে।