মাগুরা জেলার শালিখা উপজেলায় বুনাগাতি বাজারে রবিবার (১২ মার্চ) রাতে ভয়াবহ অগ্নিকান্ডে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মাগুরা ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম জানান, গভীর রাতে শালিখা উপজেলার বুনাগাতী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বুনাগাতী বাজারের চন্দন কুন্ডু, বরুন কুন্ডু, দেবাশীষ, মনু মিয়ার মুদি দোকানসহ , শাহ আলম ডেন্টাল কেয়ার, উজ্জ্বল র্ফামেসী, প্রশিষ কুন্ডুর চাউলের আড়ৎ, গৌতম নাথের কাপড়ের দোকান, উজ্জ্বল শিকদারের ধান-পাটের গুদামসহ দশটি দোকানে আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার জাহিদুল ইসলাম বলেন, আমি হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করতে না পেরে ৯৯৯ এ ফোন দিই। এর পর ৩টা ১৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
বুনাগাতী ইউপি চেয়ারম্যান বখতিয়ার লস্কর বলেন , রাত ২টার দিকে বাজারে নিরাপত্তা কর্মীরা আমাকে ফোন দিলে আমি সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন দিই। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩ টার পর ঘটনা স্থলে পৌঁছায়। ততোক্ষণ ১০টি দোকান পুড়ে ভষ্ম হয়ে যায়।
তবে মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টটার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত পূর্বক জানা যাবে বলে জানান তিনি।
এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন জানান, বুনাগাতি বাজারের মুদি ব্যবসায়ী বরুণ কুন্ডুর দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পরে তা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, এতে করে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।