Top

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত

১৩ মার্চ, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত
নওগাঁ প্রতিনিধি: :

নওগাঁ জেলায় সম্প্রতি সরকার কর্ত্তৃক অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত তালতলী নামকস্থানে পাচীর বিলে স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারন বাস্তবায়ন কমিটির আহবানে আজ সোমবার দুপুর সাড়ে ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

স্থান নির্ধারন বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে জাতির পিতার স্মৃতি রক্ষা এবং জেলাসহ আশে পাশের জেলাগুলোর শিক্ষর্থীদের শিক্ষা গ্রহণ সহজ করার স্বার্থে নওগাঁ জেলা সদর থেকে মাত্র ২/৩ কিলোমিটার দক্ষিনে তালতলী নামকস্থানে পাচীর বিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ব বিদ্যালয় স্থাপনের গুরুত্ব তুলে ধরে এবং তা স্থাপনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, স্থান নির্ধারণ বাস্তবায়ন কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম,অবসরপ্রাপ্ত জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোকারম হোসেন, তোফাজ্জল হোসেন বাচ্চু, দলিল উদ্দিন দুলু, আজিজুল হক, একরামুল হক ঝন্টু, চাল ব্যবসায়ী নেতা মোঃমকবুল হোসেন, মোঃ আবেদ আলী, সাইদুজ্জামান রাজা, অধ্যক্ষ আব্দুর রহমান, নুরুল আলম সাগর, দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এরশাদ আলী এবং জাতীয় শ্রমিকলীগের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ।

বক্তাগন বলেন স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তারঞ্চলের মধ্যে প্রথম নওগাঁয় আসেন। এ সময় তিনি তালতলী বিল সংলগ্ন পাচীর বিলে ঐতিহাসিক জনসভায় ভাষন দেন। আজ যখন জাতির পিতার নামেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হচ্ছে তখন তার এই স্মৃতি বিজড়িত স্থান তালতলীর পাচীর বিলেই বিশ্ববিদ্যালয় হওয়া বাঞ্চনীয় বলে তাঁরা দৃঢ়ভাবে উল্লেখ করেন। জেলা সদর থেকে ৪০/৫০ কিলোমিটার দুরের কোন স্থানে বিশ্ব বিদ্যালয় স্থাপনের উদ্যোগ কোনভাবেই মেনে নেয়া হবেনা। যে কোন ভাবেই এমন উদ্যোগ প্রতিরোধ করা হবে। এ জন্য নওগাঁ’র সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। মুক্তিরমোড় থেকে মাদ্রাসা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শত হাজার নারী পুরষ অংশ গ্রহন করেন।

শেয়ার