Top

মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

১৩ মার্চ, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৪১)।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিপ্তর। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

শেয়ার