Top

কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে সভা অনুষ্ঠিত

১৪ মার্চ, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা সোমবার (১৩ মার্চ )উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুরের প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, আনিসুর রহমান, প্রবীর মিত্র, সাহিদুল ইসলাম, পাঁচবাকাবশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিনা রানী বিশ্বাস, খোপদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী রবিউল আলম প্রমূখ।

শেয়ার