পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) অধিগ্রহণকৃত জমিতে ফসল উৎপাদনকারী ক্ষতি পূরণের তালিকাভুক্ত ৭৭৫ কৃষকের মধ্যে হাইকোর্টের আদেশে ৩১৩ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২০ কোটি ৯০ লাখ ৫৬৫ টাকা। আর এই টাকা নিতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসকে শতকরা ১২ শতাংশহারে ঘুষ দিতে হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এমনকি ঘুষ দেওয়ার কথা কাউকে জানালেই ক্ষতি পূরণ না পাওয়া বাকি কৃষকদের টাকা প্রদান করা হবে না, এমন ভয়ভীতিও প্রদান করা হচ্ছে। এইসব অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকদের। তবে ইউএনও পিএম ইমরুল কায়েস ক্ষতিপূরণ পাওয়া কৃষকদের কাছে কিছু কৃষক প্রতিনিধির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন, এমন প্রশ্নের জবাবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে ইউএনও জানিয়েছেন, প্রত্যেক কৃষকের নিজ নামে খোলা ব্যাংক হিসেব নম্বরে চেক প্রদান করা হয়েছে। কৃষক টাকা উত্তোলনের পর কাকে টাকা দিয়েছে তা তিনি জানেন না।
এদিকে একজন বা দুইজন ব্যক্তি এক সঙ্গে গ্রুপ ভিত্তিক ৪০-৭০ জন কৃষকের চেক ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখার এসপিও মোঃ সাইদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, চেকের শর্ত হলো, যে চেক আনবে সেই টাকা উত্তোলন করতে পারবে। কৃষকরা হয়তো কাউকে চেক দিয়েছে আর সে টাকা উত্তোলন করেছে। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষতি পূরণের টাকা কৃষকদের মধ্যে কিভাবে বিতরণ করা হচ্ছে তা সবাই জানে। তাই কোন কিছুই আটকানো হচ্ছে না বলে মন্তব্য করেন ব্যাংকের এই কর্মকর্তা।
ক্ষতি পূরণ পাওয়া কৃষকদের সুত্রে খোঁজ নিয়ে জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ২০১৭ সালে নতুন করে প্রায় ৯শ একর জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত অধিকাংশ জমিই পদ্মা নদীর জেগে উঠা বালু ও মাটির চর ও পদ্মা নদীর শাখা (স্থানীয়দের নিকট কোল নামে পরিচিত)। এসব জমিতে বিভিন্ন কৃষক ফসল চাষ করতেন। অনেকেই পদ্মা নদীর কোলে মাছ ও বিভিন্ন ফসল চাষ করতেন। কিন্তু প্রকল্পের জন্য জমির প্রয়োজন পড়ায় পদ্মা নদীর এসব জমি ও নদীর কোল গ্রহণ করা হয়। এতে মাঠে চাষাবাদে জড়িত থাকা কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তখন সরকার চাষীদের ফসলের ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেয়। তখন মাঠে চাষ করা প্রকৃত কৃষকদের নামের তালিকা করার সময় লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ রাজনৈতিক প্রভাব দেখিয়ে পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনাম বিশ্বাস কে সঙ্গে নিয়ে নিজেদের মতো করে দলীয় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের কৃষক দেখিয়ে ৭৭৫ জন কৃষকের একটি তালিকা তৈরী করেন। এই কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে ২৮ কোটি টাকা চাহিদা প্রদান করা হয়।
এই চাহিদার তালিকায় আত্মীয় স্বজনদের নামে মোটা অঙ্কের টাকার ক্ষতি দেখানো হয়েছে। অথচ বরাদ্দকৃত অর্থে বঞ্চিত প্রকৃত কৃষকরা। এমনকি বঞ্চিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণকৃত জমিতে পাবনা সুগার মিলের আখ চাষী শ্রমিক কর্মচারীরা। তাদের অভিযোগ চাষকৃত ইক্ষুর ক্ষতিপূরণ না দিয়ে, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রণয়ন কালীন সময়ে জমির দখলি মালিকগণের নিকট হইতে লীজ গ্রহণকারী সুগার মিলের শ্রমিক কর্মচারীদের অনুপস্থিতির সুযোগে জমি পূর্বে ভোগদখলকারী মালিকগণ এনাম বিশ্বাস ও আনিস শরীফ এর সহোযোগিতায় তাদের নিজ নামে এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের নামে তালিকাভুক্ত করান। ফলে মিলের শ্রমিক কর্মচারীরা ইক্ষু চাষী তালিকা হতে বাদ পড়েন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পরবর্তীতে সুগার মিলের শ্রমিক কর্মচারীরা কোর্টে মামলা করে যা একপর্যায়ে হাইকোর্টে চলমান থাকা অবস্থায় লক্ষীকোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস শরীফ ও তৎকালীন পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম বিশ্বাস ক্ষতিপূরণ ফিরিয়ে দিবে এই শর্তে মামলা তুলে নেওয়ার জন্য সুগার মিল কর্তৃপক্ষ ও সিবিএ নেতাদের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সাথে একটি চুক্তি করে কিন্তু মামলা তুলে নেওয়ার পরে তারা আর সেই টাকা পরিশোধ করেনি।
সরকার কৃষকদের চাহিদা পূরণে সেই ২৮ কোটি টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অধিনে প্রদান করলেও, এরপর নানা কারণ দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের ক্ষতিপূরণের টাকা প্রদানে টালবাহানা করেন। বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা হাইকোর্টে রিট করেন। আদালত সবকিছু বিচার করে কৃষকদের টাকা প্রদানের জন্য ইউএনওকে নির্দেশ প্রদান করেন। এর মধ্যে ২০২০ সালে আগষ্ট মাসে ইউএনও পিএম ইমরুল কায়েস ঈশ্বরদীতে যোগদান করেন। আদালতের নির্দেশে কৃষকরা বারবার ইউএনও ইমরুল কায়েসের কার্যালয়ে যোগাযোগ করেও টাকা পাচ্ছিলেন না। অবশেষে কৃষক নেতাদের সঙ্গে প্রথম ১০ শতাংশ পরে ১২ শতাংশ চুক্তিতে সোনালী ব্যাংকে হিসেবের মাধ্যমে ৩১৩ জন কৃষককে টাকা প্রদান করেন। আর ১২ শতাংশ হারে টাকা ঘুষ প্রদানের শর্তেই কৃষকদের প্রত্যেকের হাতে চেক প্রদান না করে গ্রুপ করে তাদের প্রতিনিধির নিকট চেক প্রদান করেন। কৃষকদের সেই প্রতিনিধি এক সঙ্গে ২০-৩০ টি বা তার বেশি পরিমাণ চেক ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করেছেন। উত্তোলনকৃত টাকা থেকে শর্তমতে ইউএনও’কে টাকা পৌছে দিয়েছেন চেক গ্রহণকারী প্রতিনিধি। যা কৃষকদের একাধিক সূত্রে জানা যায়।
হাইকোর্টের আদেশে আপনারা (কৃষকরা) ফসলের ক্ষতি পূরণের টাকা পাচ্ছেন তা হলে কেনো ইউএনওকে শতকরা ১২ ভাগ হিসেবে ঘুষ প্রদান করছেন এমন প্রশ্নের জবাবে কৃষকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, কৃষকদের তালিকায় নাকি ৭০ শতাংশ দলীয় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের ভূয়া কৃষক দেখানো হয়েছে। তাদের নামেই মোটা অঙ্কের টাকা বরাদ্দ রয়েছে। এই জন্য বিভিন্ন দপ্তরে টাকা দিতে হবে। টাকা না দিলে পরবর্তিতে আর কাউকে টাকা দেওয়া হবে না। এমনকি ঘুষ প্রদানের কথা প্রকাশ করা হলেও বাকি কৃষকদের টাকা প্রদান করা হবে না। এমনভাবেই শাসিয়েই চেক প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রশাসন (এও) শাখা সুত্রে জানা যায়, সোনালি ব্যাংক ঈশ্বরদী শাখায় কৃষকদের খোলা হিসেব নম্বরে চেক প্রদান করা হয়। ক্ষতি পূরণ তালিকায় মোট কৃষকের সংখ্যা ৭৭৫ জন। এর মধ্যে হাইকোর্টের আদেশে এখন পর্যন্ত ৩১৩ জনকে ২০ কোটি ৯০ লাখ ৫৬৫ টাকা প্রদান করা হয়েছে। যাচাই বাচাই করে ১১ জন কৃষককে ক্ষতি পূরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
কৃষক নয় এমন কৃষকদের তালিকায় লিপিবদ্ধ করার বিষয়ে লক্ষীকোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস শরীফের থেকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার থেকে কিছু জানতে হলে ইউনিয়ন পরিষদে এসে অফিস সময়ে দেখা করতে হবে। এরপর তিনি বলেন কি বিষয়ে জানতে চান, তখন তাকে রুপপুরের পারমাণবিকের ক্ষতিগ্রস্থ প্রকৃত কৃষকদের তালিকা থেকে বাদ দিয়ে কৃষক নয় এমন নিজের কাছের মানুষদের নামে কৃষকের তালিকায় আওতাভূক্ত করেছেন ? এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আপনি সাংবাদিক হয়ে বাটপারী করছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ বিষয়ে পাকশী ইউপি সাবেক চেয়ারম্যান এনাম বিশ্বাস বলেন, রুপপুরের জমি অধিগ্রহণের বিষয়ে আমি এলাকাতে মাইকিং করে জানান দিয়েছি, যাতে যাদের জমি আছে তাদের নাম যেন বাদ না পড়ে। তাদের সবাইকে উপস্থিত থাকার জন্য বলেছি । এরপর ও যদি কেউ না আসে আমার কিছু করার নাই।
তিনি আরও বলেন, সরকারি ভাবে এখানে ১১ জন বিশিষ্ট কমিটি গঠন করে কৃষকদের তালিকা তৈরি করা হয় অনেকেই ছিল। আর আমার কোন আত্মীয় স্বজনের নাম নাই তালিকায়। যা শুনেছেন সব অপপ্রচার।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস’র কাছে কৃষকদের কাছ থেকে শতকরা ১২শতাংশ হারে টাকা কর্তন করার বিষয়ে জানতে চাইলে কৃষকদের নিকট থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে জানান, কাজ করতে গেলে অনেক ধরণের কথা শোনা যায়। আমি প্রত্যেক কৃষকের হাতে চেক প্রদান করেছি এবং নামীয় ব্যাংক হিসেবে টাকা প্রদান করেছি। সেখান থেকে কৃষকরা টাকা তুলে কাকে দিচ্ছে বা আমার নামে কে টাকা তুলছে তা আমার জানা নেই।