Top

তিন শিশুকে পুড়িয়ে হত্যা, প্রকৌশলীর মৃত্যুদণ্ড!

১৫ মার্চ, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
তিন শিশুকে পুড়িয়ে হত্যা, প্রকৌশলীর মৃত্যুদণ্ড!
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে এক প্রকৌশলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম প্রকৌশলী ইকবাল হোসেন। তিনি শৈলকূপা পৌর এলাকার কবিরপুর গ্রামের বাসিন্দা।

মামলার রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর গ্রামের দেলোয়ার হোসেন ও ইকবাল হোসেন দুই ভাই। তারা আলাদাভাবে বসবাস করেন। জাহাজের প্রকৌশলী থাকা অবস্থায় বিদেশ থেকে ইকবাল তার ভাইয়ের কাছে টাকা পাঠাতেন। কিন্তু টাকার হিসাব গড়মিলে দুই ভাইয়ের বিরোধ হয়। এর জেরে গত ২০১৬ সালের তিন জানুয়ারি ইকবাল হোসেন বড় ভাইয়ের দুই ছেলে সাফিন ও আমিন এবং বড় বোনের ছেলে মাহিনকে ডেকে নিয়ে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুনে ধরিয়ে দগ্ধ করে। পরে দুই দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পরদিন অভিযুক্তের বড় ভাই দেলোয়ার হোসেন বাদি হয়ে ইকবালকে আসামি করে শৈলকূপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় ইকবাল পলাতক ছিলেন।

শেয়ার