Top

শেরপুরে ১ম জয়বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৫ মার্চ, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
শেরপুরে ১ম জয়বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলায় ১ম বারের মত জয় বাংলা টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৫ মার্চ) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো.কামারুজ্জামান। অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।এরপর উদ্বোধনী টি-২০ খেলায় অংশগ্রহন করেন নালিতাবাড়ি একাদশ ও জেলা পুলিশ দল।

ওই টূর্নামেন্টে জেলার ৫ উপজেলা, ২টি পৌরসভা ও জেলা পুলিশের দলসহ মোট ৮টি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ, শ্রীবরদী উপজেলা একাদশ ও ঝিনাইগাতী উপজেলা একাদশ। নক আউট ভিত্তিতে এ খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী দল ২ লক্ষ টাকা এবং রানারআপ দল ১ লক্ষ টাকা প্রাইজ মানি পাবেন।

শেয়ার