রাজশাহী বিসিকে ক্লিক টু বাই কোম্পানী লিমিটেড আয়োজিত রাজশাহী বিভাগীয় উদ্যোক্তাদের উদ্ভাবন,সম্পদ ব্যবস্থাপনা এবং শিল্পোদ্যোগ বিষয়ক ট্রেনিং এবং সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় মোট ৬৫ জন উদ্যোক্তা এই ট্রেনিং-এ অংশগ্রহণ করেন।
বুধবার (১৫ মার্চ) রাজশাহী বিসিকের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদিনব্যাপী এই টেনিং কার্যক্রম পরিচালিত হয়। ক্লিক টু বাই কোম্পানী লিমিটেডের এমডি এবং সিইও গোলাম জাকির হোসেন এই ট্রেনিং পরিচালনা করেন।
ট্রেনিং এর উদ্বোধন করেন ক্লিক টু বাই কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান তানিজা শারমিন। প্রধান অতিথি থেকে সার্টিফিকেট বিতরণ করেন গ্রিন প্লাজা রিয়েল স্টেট লিমিটেডের এমডি মোস্তাফিজুর রহমান।
ক্লিক টু বাই কোম্পানী লিমিটেডের ডাইরেক্টর এবং কো-ট্রেনার ওয়াসিফ ইকবাল হুসাইন জানান, আমাদের বড় বড় সপ্ন দেখতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে সপ্ন না দেখে জেগে জেগে সপ্ন দেখতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে। যে কোন বিষয়ে সহযোগিতার জন্য ক্লিক টু বাই কোম্পানী লিমিটেড আপনার পাশে সব সময় থাকবে বলেও জানান তিনি।
এছাড়া ট্রেনিং এ আরও উপস্থিত ছিলেন ক্লিক টু বাই কোম্পানী লিমিটেডের ডাইরেক্টর এবং ট্রেনিং কো অর্ডিনেটর শাকিলা খাতুন শিলপী, রাজশাহী জোনের ইউসিইপির অফিসার শামিম হাসান, বিসিকের প্রমোশন অফিসার আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে।