Top

মাগুরায় কৃষকদের মাঝে স্প্রে ম্যাশিন বিতরণ

১৭ মার্চ, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
মাগুরায় কৃষকদের মাঝে স্প্রে ম্যাশিন বিতরণ
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলাকে জীবানুমুক্ত করার পদক্ষেপ হিসেবে মাগুরা জেলা পরিষদ ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে ফগার মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু উপস্থিত থেকে তিনটি ফগার মেশিন ও ১২ টি স্প্রে মেশিন বিতরণ করেন। অনু্ষ্ঠেনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষিবিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীতে জেলার প্রতি ইউনিয়নে ১৪ টি করে স্প্রে মেশিন বিতরণ করা হবে বলে জানানো হয়।

শেয়ার