“দৃষ্টি সকলের অধিকার, চক্ষু পরিচর্যা সবার জন্য” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ ২০২৩) সকালে জেলা শহরের বালিগ্রামস্থ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা চক্ষু হাসপাতালের ভবনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা জনাব ইউসুফ আলী, হিসাবরক্ষক আব্দুল মোবিন। শিশুদের চক্ষু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম সুজন ও ডা. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ০১ থেকে ১০ বছর বয়সী হতদরিদ্র, অসহায় দুস্থ দুই শতাধিক শিশুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে গিয়ে মুখোমুখি হয়েছেন মৃত্যুর। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনও মাথা নত করেননি জাতির জনক বঙ্গবন্ধু।