Top

ইসলামপুর মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম বিজয়

২০ মার্চ, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
ইসলামপুর মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম বিজয়
নিজস্ব প্রতিবেদক :

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম বিজয়।

গত, ১৮ মার্চ শনিবার সম্মেলনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব, আব্দুল খালেক আকন্দ।
আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষীকাগণ।

মুজাহিদুল ইসলাম বিজয় ১০ বছর যাবৎ ইসলামপুর উপজেলার চিনাডুলী এস,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পাওয়ার পর মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষকদের নিয়ে নিয়মিত মাসিক সভা করার চেষ্টা করবো, সমিতির সংবিধান গুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। উপজেলার সকল মাধ্যমিক স্কুলগুলো নিয়মিত খবর রাখবো বিশেষ করে চরাঅঞ্চলের পিছিয়ে পরা মাধ্যমিক স্কুলের পড়ালেখার মান উন্নয়নে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলার মাটি ও মানুষের নেতা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়রে মাননীয় প্রতি মন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল (এমপি) মহোদয়ের দিক নির্দেশনায় ইসলামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষকদের প্রাণের সংগঠনকে আরও সু-সংগঠিত এবং একটি স্মার্ট সংগঠন হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

শেয়ার