Top

কুড়িগ্রামে জাতীয় পুতুল নাট্য উৎসব এ পুতুল নাচ প্রদর্শনী অনুষ্ঠিত

২১ মার্চ, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামে জাতীয় পুতুল নাট্য উৎসব এ পুতুল নাচ প্রদর্শনী অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি :

জাতীয় পুতুল নাট্য উৎসব-২০২৩ এর পুতুলনাট্য প্রদর্শনী ( পুতুল নাচ- প্রত্যাশা) মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত এবং কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির ব্যবস্হাপনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। পুতুল নাচ পরিবেশনা করেন মনিকা পুতুলনাট্য দল। ঐতিহ্য বাহী পুতুল নাচ প্রদর্শনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ হারুন অর রশীদ মিলন প্রমুখ। পুতুল নাচ দেখতে পেরে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছসিত।

শেয়ার