পাবনার ঈশ্বরদীতে পৌরসভার ১ নং ওয়ার্ডের শৈলপাড়া এলাকার নফেল মালিথার ছেলে শিপন মালিথা প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মিত তৈরী করে আসছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন৷ যার নাম দিয়েছে শিপন সুপার ১ নং কোয়ালিটি। দীর্ঘদিন ধরে এই অবৈধ পলিথিন তৈরির ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও থেমে নেই শিপনের এই অবৈধ কার্যক্রম। গতবছর মে মাসে পাবনা ডিবির অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন তৈরি করার দায়ে জেল জরিমানা ও মালামাল জব্দ করা হলেও জেল থেকে বেরিয়ে এসে আবার শুরু করে দেয় পলিথিন তৈরি।
নাম প্রকাশ্যে একজন স্থানীয় ব্যাক্তি জানায়, শিপন এলাকার প্রভাবশালী ব্যক্তি৷ তার বিরুদ্ধে কথা বলার মতো মানুষ খুব কম। তার বিরুদ্ধে কথা বলে মারধরের শিকার হতে হবে এজন্য কেউ তার বিরুদ্ধে কথা বলেনা ৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, শিপনের কারখানা সম্পূর্ণ অবৈধ। কারণ সরকার পলিথিন তৈরী নিষিদ্ধ করে দিয়েছে। তার পরেও কোটি কোটি টাকার মেশিন ব্যবহার করে কিভাবে এই পলিথিন কারখানা চালাচ্ছে শিপন মালিথা । মাঝে মাঝে প্রশাসন এসে ঘুড়ে চলে যায় ৷ এসকল অবৈধ কোম্পানী কেউ বন্ধ করতে পারে না। কারণ এরা উপর মহলের সবার সাথে সখ্যতা করেই করেই এসকল কর্মকাণ্ডে লিপ্ত।
এই বিষয়ে পলিথিন কারখানার মালিক শিপন মালিথার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, আমার পলিথন কারখানার অনুমতি আছে । আমরা বড় পলিথিন তৈরী করি। পলিথিন তৈরীর অনুমোদন কোথায় থেকে নেওয়া ও বাজারজাত করার অনুমোদন আছে কি না জানতে চাইলে শিপন মালিথা তার উত্তর দিতে পারেনি৷
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েস এর সাথে কথা হলে তিনি জানায়, শিপনের পলিথিন কারখানার বিষয়টি আপনার থেকে শুনলাম। সে যদি এসকল কার্যক্রমে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।