Top

যাকাতের সেলাই মেশিন পেয়ে অভাবের সংসারে স্বচ্ছলতা

০৫ এপ্রিল, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
যাকাতের সেলাই মেশিন পেয়ে অভাবের সংসারে স্বচ্ছলতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

বাবা রিকসা চালিয়ে সংসার পরিচালনা করেন। ৫ জনের সংসারে অভাব লেগেই থাকে। তাই বাধ্য হয়েই সেলাই মেশিন চালানো শিখেছে। কিন্তু একটি সেলাই মেশিন কেনার সামর্থ্য নেই। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাতের টাকায় সেলাই মেশিন পেয়ে অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরবে। এছাড়াও এখান থেকেই আমার পড়াশোনার খরচও আর বাবার কাছে নিতে হবে না। চাঁপাইনবাবগঞ্জে যাতাকের টাকায় সেলাই মেশিন পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন কলেজ পড়ূয়া পারভিন খাতুন (ছদ্মনাম)।

বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছরে যাকাতের অর্থে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৩৩ জনকে চেক ও ৯ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

সেলাই মেশিন পাওয়া এক বিধবা নারী বলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পায়, তা দিয়েই ছেলেমেয়েদের নিয়ে সংসার চালায়। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই সময়ে খুব কষ্টের মধ্যে দিন পার করছি। এই সময়ে এই সেলাই মেশিনটা পেয়ে খুব উপকার হলো। আশা করি, যাকাতের টাকায় পাওয়া সেলাই মেশিন থেকেই ভালোভাবেই সংসার চলবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মতো মানুষদের কল্যানে এমন উদ্যোগ নেয়ার জন্য।

অনুষ্ঠানে ০৮ জনকে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালন, ০৪ জনকে শিক্ষাবৃত্তি, ০৩ জনকে ক্ষুদ্র ব্যবসা, ০৪ জনকে চিকিৎসা, ০১ জন প্রতিবন্ধীকে পূর্ণবাসন ও ১৩ জন অসহায়-দরিদ্র মানুষকে যাকাতের অর্থে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় চেক বিতরণ করা হয়। তাদের মাঝে ২ লাখ ৬ হাজার ৭৭৭ টাকার চেক বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় মোট ৭ লাখ ৭০ হাজার ৭৭৭ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি একেএম গালিভ খাঁন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আয়বর্ধক কাজে উৎসাহ দেন ও উদ্বুদ্ধ করেন। চাঁপাইনবাবগঞ্জে ১৮ লাখ মানুষের মধ্যে ১৪ লাখ মানুষই সরকারের বিভিন্ন সহায়তা পেয়ে সরাসরি উপকৃত হচ্ছেন। ভুর্তকির আওতায় এসেছেন জেলার সকল মানুষ। সরকার ভিজিএফ, ভিজিডি, টিসিবির মাধ্যমে কম আয়ের মানুষের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনছে। আজকে যাদের মাঝে যাকাতের অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হলো, তারা তা কাজে লাগিয়ে সঠিকভাবে সংসার পরিচালনা করবেন। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. মাহমুদ।

শেয়ার