Top

বেনাপোল থেকে ৬পিস স্বর্ণের বার উদ্ধার

১১ এপ্রিল, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
বেনাপোল থেকে ৬পিস স্বর্ণের বার উদ্ধার
যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ৬৯৯ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বর্ণের এই চালানটি জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল; আহমেদ হাসান জামিল জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপনে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০ টার দিকে এক জন সন্দেহ ভাজন ব্যাক্তিকে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সেই ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়।

পরবর্তীতে উক্ত প্যাকেটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ৬৯৯ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করে করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৬৯ লাক্ষ ৯০ হাজার টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে উদ্ধারকৃত স্বর্ণের বার যশোর কাস্টমস ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

শেয়ার