Top

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

১২ এপ্রিল, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের বিরুদ্ধে ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন। ধুবিল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল মেম্বারদের সঙ্গে কোনো প্রকার আলোজনা ও সভা না করে নিজের ইচ্ছে মাফিক সব ধরনের সিদ্ধান্ত নিয়ে আসছেন।

কাবিখা,কাবিটাসহ সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ মেম্বারদের সঙ্গে কোন প্রকার আলোচনা না করে নিজের লোকদের দিয়ে করিয়ে আসছেন। অধিকাংশ প্রকল্পের কাজ না করেই বিল তুলে নিয়ে আত্মসাৎ করে আসছেন চেয়ারমান। এমন কি একই রাস্তার একাধিক প্রকল্প বানিয়ে বিল তুলে নিয়েছেন। ওইসব রাস্তায় এক কোদাল মাটিও ফেলা হয়নি এসব কারণে চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে তারা ৯ সদস্য একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন।

গত সোমবার চেয়ারম্যানের বিরুদ্ধে দাখিলকৃত অনাস্থা প্রস্তাব প্রাপ্তির কথা স্বীকার করে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনার পর লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল বলেন, তার বিরুদ্ধে অনাস্থার বিষয়টি তিনি শুনলেও অফিসিয়ালি তাকে এখনও কেউ জানায়নি বলে দাবী করেন তিনি।

শেয়ার