Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

১৫ এপ্রিল, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২০ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮০ লাখ ১১ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৫৯ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মেট্রো স্পিনিংয়ের ১০.০৬ শতাংশ, আরডি ফুডের ৮.৮২ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ৮.৬৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮.৪৭ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৭.৩৭ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ারের ৭.২৪ শতাংশ এবং অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৬.৭৮ শতাংশ দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার