Top

ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত ৮ জনের বিচার শুরুর নির্দেশ

১৯ এপ্রিল, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত ৮ জনের বিচার শুরুর নির্দেশ

বিছানায় অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনাকে। এর পরই তার মৃত্যুর ধরন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়।

পরবর্তীতে আর্জেন্টাইন মহাতারকার মৃত্যুর ঘটনায় ২০২২ সালে তার চিকিৎসক লিওপোল্ডো লুক, আগুস্টিনা কোসাচভসহ আটজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়।

এবার তাদেরকে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন দেশটির আদালত। দেশটির সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার একটি আদালতে অভিযোগ থেকে মুক্তির জন্য ওই আটজনের করা আপিল আবেদন খারিজ করে দেওয়া হয়। তার বিপরীতে ওই আদালত জানান, ‘নিউরোসার্জন ও পারিবারিক চিকিৎসক লিওপোল্ডো, মনোবিদ আগুস্টিনাসহ ছয়জনের বিরুদ্ধে ‘‘বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা’’র অভিযোগে বিচার শুরু করা হবে। গত বছর মামলা দায়েরের পর প্রসিকিউটর ও বিচারকরা ওই আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।

শেয়ার