Top

পানি উন্নয়ন বোর্ডের জমি জবর দখল করে মাটি ভরাট

২৭ এপ্রিল, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
পানি উন্নয়ন বোর্ডের জমি জবর দখল করে মাটি ভরাট
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া ও কালিনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা কতিপয় প্রভাবশালী লোকজবর দখল করে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পানি উন্নয়ন বোর্ড ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি (কুষ্টিয়া অঞ্চল) ও ৪ নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল জানান, বেশ কিছুদিন যাবত উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা ও গোলাম হোসেন এবং কালিনগর গ্রামের মো। কাদ্দেস মেম্বার পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে মাটি ভরাট করছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি (কুষ্টিয়া অঞ্চল) ও ৪ নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি সরজমিনে তদন্তের জন্য একজন কর্মকর্তাকেও পাঠান এবং কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তার জোগ সাজসে পরদিন থেকেই আবার কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি সম্পর্কে জমির দখলদার গোলাম হোসেন মোবাইলে জানান, পৈতৃক ৩৬ শতক জমিতে দুই ভাই মাটি ভরাট করেছি। আর এই মাটি ভরাটের জন্য আমাদের জমিতে যাওয়ার প্রয়োজনেই পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ শতক জমিতেও মাটি ভরাট করা হয়েছে। আমরা জমিটি লিজ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছি।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, দ্রুতই দখলকারী বরাবর চিঠি দেওয়া হবে। সেই সঙ্গে সার্ভেয়ার পাঠিয়ে জমি মেপে পানি উন্নয়ন বোর্ডের জায়গা আলাদা করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার