Top

সূচকের উত্থানে লেনদেন ৮৫১ কোটি টাকা

০২ মে, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
সূচকের উত্থানে লেনদেন ৮৫১ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস  মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, দর কমেছে ৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০১ টির।

ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার। এর আগে গত বছরের (২০২২) ৩০ আগস্ট ডিএসইতে ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭২ পয়েন্টে।

সিএসইতে ১৮৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, কমেছে ৩৬টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার